যারে তুমি করছ লালন
জান কী তার সত্যসাধন
পুণ্যচেষ্টায় কর নানা প্রয়াস
পুজো পাঠে নামাজ রোজায়
ডাকো যারে নিত্য সেবায়
অলক্ষে সে করে পরিহাস।


সে পঞ্চভূতের রাজার রাজা
তাকে জানা ভীষণ সোজা
ব্যাপ্ত সে চরাচরে যথাতথা
মন্ত্রতন্ত্র আজানে নেই বাঁধা
সুন্দর অসুন্দর সকল প্রাণে
বসত তার সকল খানে
ছুত অচ্ছুতে সেই মহাজন
ইতিবৃত্তে সর্বভূতে দেয় দর্শন।


তারে করলে লালন অভিন্নে
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে
বাইছে সে প্রেমের তরী
বাজিয়ে ধব্জা হীন বিজয়ভেরী
সকল হৃদে করছে যাপন
সেই দিব্যজ্যোতি ভরা ভুবন।  


সোনারপুর
২৬/০১/২০২০