ভীষণ কঠিন এই শব্দের সাথে জুড়ে আছে এক অমোঘ শর্ত  
স্বর্গে বা বেহস্তে কি হয় তা অজানা, প্রাণ মাত্রেই জানে এটা মর্ত
সময়ে ফুল ফোটে; ফল ধরে, বাঁচার রসদ আসে না বিনা শ্রমে  
তবুও সত্য গুলো উল্টো হাঁটে; সময় চলে যায়, অনন্ত বিশ্রামে।  

অক্ষম নয় কেউ; নেই শ্রমের ক্ষেত, ঝরা ঘামে ভেজে না মাটি
বাঁচার আনন্দ কুণ্ডলী পাকিয়ে থাকে, বেরোতে পারে না ছেড়ে ঝাঁপি
যেটুকু যারা পেয়েছে তারাও বোঝা বয়ে ক্লান্ত; দায় নিয়ে কাঁধে
আনন্দের বাঁচা থেকে যায় অধরা; দীর্ঘ শ্বাস ছুঁয়ে যায় সকাল সাঁঝে।


মিছিলের কথা ভেসে থাকে রাজপথ জুড়ে, লাগে না তেমন কোন কাজে
মঞ্চের কথারা নামে না মাটিতে, দিন পেরিয়ে রাত, আবার দিন বহুরূপী সাজে
স্বপ্নেরা হেঁটে যায় ভারী ব্যাগ নিয়ে পিঠে; কেউ কেউ পোঁছালেও গন্তব্যে
নিরাশার চোরাবালি গিলতে চায় জীবন; শালা কিচ্ছু হবে না, অস্ফুট মন্তব্যে
শর্ত অপুরনে প্রতিনিয়ত রক্তাক্ত হয় মন, জীবনের পৃষ্ঠা জুড়ে দুঃসহ সাজা
থেমে থাকে না সময় বে-রোজাগারির জীবনে, সুকঠিন হয় বাকি পথ বাঁচা।


সোনারপুর
২৪/১২/২০২০