সময়ে বদল হয়েছে অনেক, আগামীতে আরো হবে নিশ্চিত
মন্ত্রের শক্তি অনুভবে পাইনি,  দেখছি যন্ত্রেই হচ্ছে সর্বহিত
লাঘব হয়েছে অমানুষিক শ্রম, গুটিকয় মানুষের নিরলস পরিশ্রমে
দ্রুত ও নিখুঁত কাজে যন্ত্রই সেরা, দক্ষ যন্ত্রীর পরিণত শ্রমে।


শুনেছি ঋষি মুনিরা ছিলেন সর্বজ্ঞ,  দুর্জয় সাধনার গুনে
সর্বলোকে ছিল অবাধ বিচরণ, অতীত ভবিষ্যৎ ছিল নখদর্পণে
সময় পাল্টে গিয়েছে, গুটিকয় বিজ্ঞান সাধকের অর্জিত জ্ঞানে  
.সেই কাজ করে আজ যন্ত্র, দক্ষ মানুষের তত্ত্বাবধানে।


জলে স্থলে অন্তরীক্ষে বহুমুখী কর্মে করছে অসাধ্য সাধন
ভাবের জগত বাদ দিলে, সর্বত্রই যন্ত্রের সফল আগমন
যন্ত্র ছাড়া আজ জীবন অচল, বাঁচতে বাঁচাতে প্রয়োজন
একাই সহস্র মেধা শক্তির অধিকারী, করে দ্রুত নিরূপণ।
    
যন্ত্রীর হলে ভুল, থেমে যায় সে, সংকেতে জানায়
সংশোধনের পথ, তাতেও না হলে, করে নিজ বুদ্ধিমত্তায়
অজানা কিছু জানতে চাইলেই, জানিয়ে দেয় নির্ভুল তৎক্ষণাৎ
একটা নয়, তথ্যের বিশ্লেষণে,  সাম্ভাব্য সন্ধানে একাধিক মত।  


প্রতি মুহূর্তে মানুষের সেবার প্রয়োজনে বদলে যাচ্ছে সেও
নিরলস গবেষণায়, উদ্ভাবনে, যদি অকাজে না লাগায় কেহ
যন্ত্রই নিতে পারে ত্রাতার ভুমিকা, অহিংসায় নিঃস্বার্থ স্বভাবে
অমান্য করে না কোন নির্দেশ,  মানুষ করে যেভাবে।    


সোনারপুর
১৪/০৯/২০২১