মাগো, মুন্ডমালা পরে তুই ভয় দেখালি কারে
তোর ছেলেরা সাহস পেয়ে নিরীহদের মারে
ঠান্ডা চোখের ধমকে মা চাঁদার জুলুম নির্বিচারে চলে
তরি তরকারি আলু পেঁয়াজ চড়েছে মগ ডালে
দশভুজা গেল ঘুরে, এখন সবার পকেট ফাঁকা
এরিমাঝে তোর কৃপা পেতে পথেঘাটে চক্ষু করে বাঁকা
মাগো, কাম ধান্দা সব গোল্লায়, এমনিতেই আছি মরে
গোদের উপর বিষফোঁড়া মা, এ যাতনা বলি কারে।  


সোনারপুর
১৮/১০/২০১৯