মতামতের ঘোলা স্রোতে দীর্ন সমাজ, বিপন্ন জীবন
চক্রান্তের বিষ মাখানো তুনে মৃত্যুলেখা, মানবতার স্খলন  
নিরবিচ্ছিন্ন হিংসায় সুখেরা দগ্ধ, শান্তি মুখ লুকায়
নিষ্ফল আর্তনাদ ছড়িয়ে যায় দিগন্তে, নদীতে, লতায় পাতায়
বসন্ত বাতাসে ভাসে সুখ পোড়া ছাই, অনাবিল নিস্তব্ধতায়
অন্ধ বিশ্বাস; নাকি কায়েমি স্বার্থ, বিশ্ব জুড়েই চলে বিপণন।


মোটাসোটা বাহারি কেতাবে নানা মতামতের সংকলন
বয়ে নিয়ে চলে দুশোছয় খানা হাড়ের অধিকারী জ্যান্ত প্রহসন
কতটা উপযোগী, কোন অবস্থায়, মনেমনে থাকে দোটানায়
তবুও অভ্যাসে আউড়ে যায়, যা শুনে, বুঝে এসেছে অদক্ষতায়    
ভাবনার রন্ধ্র গুলো বন্ধ হয়েছে, নিশ্চিন্ত সুখের বদান্যতায়
সময়ের পাঠে পরিচিত নয়, নির্বোধ আবদ্ধতায় মগ্ন মন।


দুনিয়া জুড়ে কত রঙ, কত স্বাদ, নিত্য নতুন উপকরণ  
পাশাপাশি থাকে রূপে রসে, যেটাতে যার পছন্দ যেমন    
প্রাণের সানিধ্যেই সে বর্তমান, নেই দ্বন্দ্ব, নেই ভ্রুকুঞ্চন
মত অমত সবই তো প্রাণকে ঘিরে, প্রাণেই তার জাগরণ
যুগ যুগান্তে একই মাটিতে বেড়ে ওঠা, সেওতো নয় অজানা
একই ক্ষেতে টক মিষ্টি তেতো, হায়রে মানব; মতেই বিড়ম্বনা !


সোনারপুর
৩১/০৭/২০১৯