মাতব্বরি অনেক হল এখন এসব থামাও দেখি
আজগুবি সব চিন্তাধারা আসল কাজে দিচ্ছ ফাঁকি
বাতলে গেলে ফসিল শীল, সমাজ পেল কোন উপকার    
সমাজ হয় মানুষ নিয়ে, ভেবেছ কি মানুষ হতে কি দরকার      
নতুন ভাবনায় গেল গেল, শোরগোল তোল বারংবার
বলতে পার, সমাজ নিয়ে কি ভেবেছ, হয়েছে কি সংস্কার ?


কনে গেলে বিয়ে করতে, দোষের কি দেখলে গুরু
তাই নিয়ে গোল বাধিয়ে, ধম্ম ধুয়োয় করলে শুরু
নারী যখন সমান তালে, সকল কর্মেই এগিয়ে চলে
এ ক্ষেত্রেই বা দোষের কি, ভাঙলে প্রথা নিজ বলে
নারী অধিকার নিয়ে মাতব্বরি, মুখেই কেবল প্রগতিশীল
কার্যক্ষেত্রে গেল গেল রব, পড়বে ভেঙে সমাজ শীল !  


নতুন নতুন ভাবনা নিয়ে গাইছে মানুষ জীবনের জয়গান
নতুন বোধের ভাব ধারাতে জাগছে সমাজ, সবাই সমান
জাত; ধর্ম; প্রথার সরিয়ে বেড়া, খুঁজছে আলোর নতুন দিশা  
শুভ চেতনার নানা পথে,  দেখছে মানুষ নব আশা          
সেই চেতনায় হানছ কুঠার ! ছড়িয়ে মতবাদের বিষ সর্বনাশা  
রে রে করে ঝাঁপিয়ে পড়ে, অবান্তর যুক্তির বানিয়ে আচার    
প্রাগৈতিহাসিক ভাবনা দিয়ে নব প্রগতির করছ বিচার !


চুয়াডাঙ্গার খুশির জন্য রইল চাচার উষ্ণ আন্তরিক অভিনন্দন
মেহেরপুরের বর বাবাজি তারিকুল, সুচেতনায় থেক সর্বক্ষণ।


সোনারপুর
২৪.০৯.২০১৯

( কবিতাটি এক বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা। ঘটনাটি বাংলাদেশের সংবাদ শিরনামে এসেছে। )