থাকতে পারে,  তোমার আমার মতান্তরে ফালতু কিছু বিষয়  
কাজে লাগে না, তবুও আঁকড়ে থাকা এটাই কি কারণ নয়    
যদিও জানি এসবই মূল্যহীন, কারণ তুমি আমি একই কায়া  
আলোর বিপরীতে দুই আধারেই পড়ে বেঁটে লম্বা কালো ছায়া।    


জন্মের জন্য কেউ দায়ী নয়, সব্বাই তো মায়ের কোলেই আসি
মাতৃ সুধা পান করে একই ভাবে বেড়ে উঠি, আনন্দে হই খুশী
চাহিদা এক, ব্যথা এক, ভালবাসার ধরণও এক, তবুও কেন হয়
যুক্তিহীন ভাবের ঘোরে মনের মাঝে রনং দেহি কুট-কচালি নয় !  


থাকতে পারে, তোমার চাওয়ায় আমার চাওয়ায় কিছু এদিক ওদিক
প্রকৃতিতে সকল প্রাণেই মেলে এমন যৌগের হদিশ, এটাই সঠিক  
তলিয়ে দেখলে খুঁজে পাবোই তথ্য, মতান্তরের আসল কারণ কোথায়
খাবার খানায়, গান গানায়, বুঝতে হয় অসুবিধা অনুভবের স্বল্পতায় ।


পোশাক; খাবার; রীতি-নীতি সময় ভেদে, স্থান ভেদে ভিন্ন ভিন্ন হয়
যোগান অনুযায়ী; প্রয়োজনে তুমি আমিই ঠিক করেছি, অন্য কিছু নয়  
ভিন গ্রহের কেউ আসেনি, দেয়নি কোন আদেশ, থাকতে পারে মতান্তর
স্থিতাবস্থায় শান্ত মনে খুঁজে দেখলে, সব মিলে যাবে, উত্তর দেবে অন্তর।      


সোনারপুর
২২/০৯/২০২১