১৬ই ডিসেম্বর ১৯৭১, বিশ্বের দরবারে বিশেষ দিন  
লাল সবুজের বিজয়ের দিন; বাঙালি মনের আলাদীন  
শহীদের ত্যাগে মানুষের হাতে নতুন স্বপ্নের বীণ
কন্ঠে কন্ঠে মুক্তির গান,  শুধবো জননীর ঋণ
অত্যাচারের জবাব দিয়েছে বাঙালি, নয় সে হীন  
আবেগের মাটি দুর্জয় ঘাঁটি ভাঙবে না কোনদিন
উদ্যত ক্ষুধিত বন্দুকের নল পারেনি থামাতে পণ
আঁধারের শেষে আলোর রেখা,  না ফুটেছে যতক্ষণ  
নতুন সূর্যের আলো আর সবুজ বাতাসের সুর
পদ্মা মেঘনা যমুনা ছুঁয়ে প্রবাহিত বাঙালীর অন্তঃপুর
চেতনার স্পর্ধায় আদর্শের লহরে কাটুক সময় প্রতিদিন
১৬ই ডিসেম্বর চির নবীন, অফুরান উন্মাদনার আলাদীন।  


সোনারপুর
১৫/১২/২০২০      


কবিতাটি আমার এক প্রিয় বোন সাতক্ষীরার এলিজা খাতুনের প্রেরনায় লেখা
বিজয়ের মাসের জন্য। সে চেয়েছে আমার লেখা পাঠ করবে বিজয় দিবসের
অনুষ্ঠানে।
আসরের সকল বন্ধুদের জানাই বিজয় দিবসের অশেষ শুভেচ্ছা। প্রার্থনা করি
যেন বাঙালীর এই বিজয় দিবস চির উজ্জ্বল হয়ে থাকে প্রতিটি আগামীতে।