মন আমার বাউল হতে চায়
বোঝে না সে জটিল অঙ্ক এ সংসারের দায়  
পায়ে পায়ে মেখে ধুলো মাটির ভুবন চায়
কাঁড়া আকাঁড়ায় নেই দ্বন্দ্ব যখন যেমন পায়
যেদিন যেমন আছে মাপা কেউ নেবে না তায়
মন আমার বাউল হতে চায়।


সূর্য যখন নামে পাটে, আঁধার পিছু ধায়
মনের আলো নিভে গেলে সকল কালো হয়
প্রাণের রসদ আলোর মাঝেই মিথ্যা কথা নয়
যতই জ্বালাও আলোর মালা তা কি মনের ঘরে ধায়  
ভুবন পারের মাঝির গানে সত্য ভেসে যায়    
মন আমার বাউল হতে চায়।


সোনারপুর
১/১২/২০