উঠছে তুফান কথায় কথায়, ধম্ম বিকোয় ঠগের হাটে
কোনটা সরাটা কত ঠুনকো, চলছে ম্যাজিক কথার ফাঁদে
রঙে রঙে সাজের বাহার, রংমশালে নরক গুলজার
কেউ ভাবেনা তোমার কথা, কাজ ফুরালে নামবে আঁধার।


সব তন্ত্রের একই সার, যতই ভাবো আসবে বদল
শেওড়া গাছে ফলেনা আম, যা দেখ তার সবটা নকল
কিহবে ভাই কোটি কথায়, দিনের শেষে একই হাল
তোমার তেলে হাত ভিজিয়ে, তোমার মাথায় ভাঙবে কাঁঠাল।


দেশ হিতৈষীর মুখোশ পরে, ভাবের আঁচে জাহাজ চালায়  
সবাই এরা সিঁধেল কুমীর, ধম্ম গিলে খিদে মেটায়
ভিক্ষার ঝোলা ধরিয়ে হাতে, প্রতিশ্রুতির কাব্য শোনায়
চক্ষু বুজে পাঁচটা বছর,  গুছিয়ে নেবার অনেক সময় ।


গরিবি হটলে আসবে জোয়ার, কেইবা তখন ভারাবে মাঠ
ফানুস ওড়ানোর মজাই যাবে, থাকবেনা আর বাদশাহি ঠাট
বুঝবেনা কেউ তোমার খিদে যতই বোঝাও হাত পা ছুড়ে
যাত্রাশেষে শহীদ হলে জমবে আসর, ছেঁদ কথায় পর্দা জুড়ে ।    


সোনারপুর
২৬.১১.২০১৮