মন মানেনা রকম দেখে, নিত্য নতুন জাগে অভাব
বসিয়ে রেখে সুধার হাটে, চৌকিদারে করলে সজাগ
এ তোমার কেমন বিচার, পাইনা খুঁজে কোনই তল
সবাই পেল সুধার ভাগ, আমায় দিলে শুধুই জল
বিবেক হলদীর গণ্ডী টেনে, ধরা দিলে মোহের সাজে  
দিনের শেষেও ব্যার্থ আমি, এই শাসনের মর্ম খুঁজে।      


সোনারপুর
১১/০৯/২০১৮