কথায় বলে,  মানুষের কুটুম গেলে এলে
অন্য প্রাণীর পালে গেলে।  
প্রাণের সেতু দৃঢ় হয়, দেখা শোনা হলে
দুরাভাসে হয়কি তেমন কোনকালে  
কাজ চলে যায়, সত্য মিথ্যায়, হয়ত গোঁজামিলে
থাকেনা প্রাণের বাঁধন, উচ্ছাসের পালে
মানুষ আমরা ব্যস্ত সবাই, লোক দেখানোর দলে
সত্যি কজন ব্যস্ত থাকি, খুঁজি পলে পলে।


আমিও যেমন ভাবছি এখন, অনেকেই তা ভাবে
আড়াল রেখে চলি সবাই, ভাবে না অভাবে
সুখী পরিবার ! একার দায়, চাপেনা অন্যকারো ঘাড়ে
নিছক মজা, হাসি তামাসা, সব গিয়েছে উড়ে  
আড্ডা হল, মজা হল, খাওয়া সব্বাই মিলে
এমনটি আর হয়কি ভায়া মোবাইলে !      


সোনারপুর
২৩/০৬/২০১৮