মৃত্যুকে কে আর স্বেচ্ছায় আলিঙ্গন করতে চায়;
তবুও সে আসে জন্মের পরে আরো একটা ঘটনা জন মানসে
অতীত বর্তমানের যোগফলের হিসাব, চেতনার আকাশে ভাসে
কাটা ছেঁড়া চলে, কিন্তু বুঝতে পারেনা কেউ; কি বলে গেল সে
প্রতিটি মানুষের মৃত্যু দুঃখ জনক হলেও নেহাতই সাদামাঠা
চলমান জীবনের সব কিছুই চলবে, নেই কোন বাধা।  


কিন্তু, মৃত্যু যদি হয় মানবতার ! সেই মৃত্যুর পরিমাপ কি হয়  
যার মূল্য চোকাতে চোকাতে ক্ষয়িষ্ণু সমাজের, সভ্যতার আরো ক্ষয়
কে বোলবে; প্রতিদিন অসংখ্য জীবন ক্ষয়ে যাচ্ছে পৃথিবী ময়
প্রতিদিন অসংখ্য সবুজ হাহুতাশের অন্ধকারে অমানব
বিপন্ন ধূসর আকচা আকচিতে জাগে যন্ত্রণার দানব
নর্দমার পানির মত বয়ে যায় লক্ষহীন পথের পরিক্রমায়
সংকুচিত সময়ের আবহে ভেসে যায় জীবনের পালে
সমাজ সভ্যতার সব হিসাব উল্টে, মৃত্যুর কথা বলে।  


সোনারপুর
০৫.০৬.২০১৯