তোমার মহিমা তুমি নিজেই জান না
তুমি অম্ল; তুমি মধুর; তুমি খরস্রোতা; তুমি শান্তির দূত    
এতটুকু পরিসরে তোমার অবস্থান, তবুও অসীম ক্ষমতাবান
সকলি তোমার করায়ত্ত, তোমাকে ছাড়া জগত মুহ্যমান  
তুমি বিদ্রুপ; তুমি হিংসা; তুমি বহ্নি; তুমিই দিশা সর্বভূত  
প্রকাশ, অপ্রকাশ সবেতেই তুমি;  বোঝ না !  


তোমার মহিমা তুমি নিজেই জান না
তুমি জোড়; তুমি বিজোড়; তুমি ভেঙে কর খান খান
শক্তির প্রবেশ পথ; প্রাণের স্পন্দনে নিত্য সহায়ক
উচ্ছ্বাস আনন্দের মুখপত্র; তোমার নেই কোন পরিপূরক
তুমি প্রেমে; তুমি অপ্রেমে; তুমিই গেয়ে যাও জীবনের জয়গান
আমৃত্যু তুমিই ভরসা; নিরাশা; সত্যি না !  


তোমার মহিমা তুমি নিজেই জান না
তুমি আছো শৈশবে; কৈশোরে; যৌবনে; শেষ যাত্রার ছায়া দর্শনে  
ধর্মে তুমি; অধর্মে তুমি; তুমি নিবারক; সর্বভুক
সহিষ্ণু তুমি; অসহিষ্ণু তুমি; সাধু তুমি; নানারূপ
তুমি অজ্ঞান, তুমিই জ্ঞান, শাশ্বত তুমি; চেতনে বা অচেতনে
তোমাতেই প্রকাশিত সুখ দুঃখ; নয় জানা !  

সোনারপুর
১৮.০৬.২০১৯