মুখরোচক খেতে চায়,  যেমন তেমন পছন্দ নয়  
বাতাসা দিই, রুটি দিই, না খেয়ে পালিয়ে যায়
সকাল দুপুর কচর কচর, খাবার দেখেই পালায়
ভাত দিলে ঠাম্মা বকে, পড়েছি যে কী ঝামেলায়।


না খেয়ে চলে গেলে মনটা খুব খারাপ লাগে
আজকে একটা বুদ্ধি এল, দেখে এলাম স্নানের আগে
একমুঠো ঝুরি ভাজা রেখে দিলাম পানির গামলার কাছে
ওমা ! আড়াল থেকে দেখি, দুই জোড়া এসে গেছে।


কার্নিশে বসে ডাক দিল, আরো চার জন এসে গেল
আট শালিখে নেচে নেচে খুঁটে খুঁটে খেয়ে নিল
গামলা থেকে ঠোঁট বাড়িয়ে পানি খেয়ে, উড়াল দিল
কালকে দেব চানাচুর আর বিস্কুট, মনটা আমার শান্তি পেল।


সোনারপুর
২৫.০৪.২০২০