প্রাণীকুলে পুরুষ প্রজাতিই প্রথমে এগিয়ে আসে  
আবেশিত বসন্তে মন নবপত্রিকা ছুঁয়ে স্বপ্নে ভাসে
শুধু একটা চুম্বনের জন্য ঝড় ওঠে আবেগের চৌকাঠে
নাওয়া খাওয়া ঘুম ভুলে অস্থির হৃদয়; প্রতি দন্ডপাটে
বাজী রাখে জীবনের সোনালি দিন শুধু প্রেম অভিলাষে  
যুগে যুগে যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে পুরুষ ভালোবেসে।


অধিকার নয়; শরীর নয়; পুরুষ ভাসে নিখাদ প্রেমে  
শুধু জৈবিক যাপন নয়; বাঁচে ভালোবাসা নিকষিত হেমে
মনের কথা শুনতে শোনাতে হাসি মুখে কাটাতে জীবন
প্রিয় সঙ্গিনীর সুখে;  ধন মান যৌবন করে সমর্পন  
তবুও সে ভালোবাসার নদী বহে কদাচিৎ কুলুকুলু রবে
প্রেম পথ হারায় শুষ্ক চড়ায়, অতীতের স্মৃতি জপে ।


বিধাতা দেয়নি পুরুষে অসীম অশ্রু সাগর; যায় না দেখা
দহনে দহনে নিঃশেষ হয় পুরুষ, প্রতিদিন নিভৃতে একা  
বলতে পারে না সে কোথাও; অন্তরে বন্দী বেদনার কথা
নিঃশব্দে ডুবে যায় কর্মে; অথবা সন্যাস, ভুলতে চেয়ে ব্যাথা  
সাজানো বাগান ভরে কাঁটা ঝোপে; বাজে না হৃদয় বীণ
পুরুষ হয়ত বোঝে না; ভালোবাসা নারীর কাছে মূল্যহীন।    
  
সোনারপুর
৩১.০৮.২০১৯