ওগো নদী পারের মেয়ে, কোথায় থাকো তুমি  
ঐ গাঁয়ে কি বসত তোমার ? যেথায় আকাশ সবুজ চুমি  
যেথায় ঢেউয়ের মাথায় ভেসে বেড়ায় টুকরো চাঁদের হাসি  
জ্যোৎস্না ধোয়া দিঘির জলে রাতপরীরা নিত্য থাকে খুশী    
মেঘের দলে হাত বাড়িয়ে বৃষ্টি আনে পরশতৃষায় প্রেমী  
বাসনা বিহ্বল পরশ পেয়ে, হেসে ওঠে বিষাদ বনভুমি
চঞ্চলা মন ব্যাকুল আনন  হরিণ চোখের খোঁজে    
সুপ্ত সুরের চপল দোলন  আপন হিয়ার মাঝে।        


ওগো নদী পারের মেয়ে, তুমি বোঝ কি আপন পর  
নিকানো উঠানে বয়ে যায় বেলা, আলোয় ভরেনি ঘর    
আশার পরে সাজিয়ে আশা, ব্যাকুল আননে বসি নদী তীরে
স্বপ্ন ভাসাই কেয়ার পাতায়, প্রেমের খোঁজে নব হেমন্ত শিশিরে  
দৃষ্টি পারের মাঠের শেষে, আবছা ছবির কলস ভরা জলে
তৃষ্ণা মেটাই জীবন পারের ঘাটে, অচেনা এই অশথের তলে।  


সোনারপুর
২২/১০/১৮