নামেই যদি সব চেনাযায়, মানুষ নামটাই যাকনা বাদ  
দুই পায়েতে হাঁটতে শিখে, জাতের নামেই সব বরবাদ !  
একই মাটির ফসল খেলে, তৃষ্ণা মেটাও একই জলে
শেষ বিছানা এক মাটিতেই, বোধ বিকোলে জাতের কলে
স্রষ্টা, ঠিক কোন সে জাতের, কেউ কি কোন খবর পেলে !!


সোনারপুর
০৪.০৩.২০১৮