নাটুকে চেতনার ভাব বিলাসে ভাসি
কেন বিলাও হাজার প্রতিশ্রুতি দিবা-নিশি
দরিদ্র, নিরক্ষর মানুষ গুলো আশায় বাঁধে বুক
পাবে ?  কাজ,  পেটভরা খাবার, ভালোথাকা – সুখ !  


হিমায়িত পুঞ্জীভুত ক্ষোভ গলছে, বঞ্চিত মানুষ জাগছে  
পাঁজরে চাপা দীর্ঘশ্বাস, প্রতি আগামী প্রলয়ের প্রহর গুনছে  
বাতাসে বজ্র কঠিন ঘ্রাণ, মানুষ উত্তর দেবেই, নেই ছাড়    
তরল লাভার স্রোতে ভেসে যাবে মিথ্যা প্রতিশ্রুতির কারবার।


থামাও নাটক, ভণ্ডামির মুক্ত মঞ্চের নিচে অগণিত হাহাকার    
দলা পাকানো কষ্টের আগুন দাবানল হয়ে পোড়াবে অহংকার
হিসাবহীন বিত্তের চুড়া লুটাবে ধুলায়, মানুষ কেড়ে নেবে অধিকার
বিরামহীন মিথ্যায় বিশ্বাসের মসনদ টলমল, দোষ কার ধর্মাবতার !


সোনারপুর
৩০.০৩.২০১৯