নাদুস নুদুস  চাঁদের কণা, ফোঁস করাতে নেই মানা
শিখলি কোথায় এমন বিদ্যে, মুখের কথায় সকল সিদ্ধে  
নামের বলেই কলির মুক্তি, সকাল বিকেল কেত্তন শোনা


ভাত ছড়ালেই আসবে কাক, দেখবি কত পাখির ঝাঁক
ভেংচিতে কি যায় বা আসে, বাজিয়ে যা তোর জয়ের ঢাক
কেতাব পড়ে করবি কি, ঝক্কি বড় জ্ঞান পিপাসায়, সত্যি জী
বুড়ো আঙুল আছে সাথে, চিন্তা কিসের, সাথে আছে হাড়ির ঝি।


শিরদাঁড়াটা থাকলে সাথে, মিটবে কি তোর কেতুর খিধে  
বেঁচে থাক আঁচল জুড়ে, চেটে দিস আদর করে ভুঁই ফুঁড়ে
তোরা যে ভাগ্য কণা, লক্ষীছানা, তোদের ছাড়া মান বাঁচেনা।    


সোনারপুর
১২.০৫.২০১৮