যে আঁখিতে এত রূপ, পলকে পলকে ঝরে প্রেম
কত কথা বলে যায় নীরবে, হৃদয় মাতায় সুরভিত হেম
কত ছবি ভাসে মনের মুকুরে, লেখা হয়ে যায় স্মৃতিতে
তবু কেন সে আঁখি জলে ভরে,  প্লাবিত হয় নিভৃতে  !!


প্রতি প্রভাতে  যে আঁখিতে ফোটে প্রেমের কৃষ্ণচুড়া
মনের দিগন্তে রামধনু রঙ, হাসি আর গানে থাকে ভরা
খুশীর ঝলকে মৌউ পিয়া নাচে, সারাটি দিবস জুড়ি
কেন সে আঁখি ধূসর মেঘে ঢাকে, ঢেউ ওঠে দুকুল ভরি !!


যে আঁখিতে পূর্ণিমা চাঁদ, সুরে সুরে মাতে ইমন রাগে
নিশির বাঁধন টুটি ভরে প্রাণ, অনুরাগ ছোঁয়া বসন্ত বৈভবে  
ফুল সাজে ভরি নিশি বিতান,  জাগায় নূতন ভোরের কাকলি
কেন সে আঁখি ভেসে যায় তবু,  মেঘমল্লারে করি মিতালি !!


২৫.০৬.২০১৭
সোনারপুর।