দিন চলেযায় নীরবে, স্মৃতি তবুও  পিছু ধায়
অঝোর ধারায় বেদনা ঝরায়; যাপনের অবেলায়
বকুল বনের পাখি উড়াল দিয়েছে বনসরসীর তীরে
ঝরা পাতায় ধরা স্মৃতি; ছবি আঁকে দীর্ঘশ্বাসের নীরে।  


হাস্নুহেনার সুরভী;  আর মাতাল করেনা চাঁদনি রাতে
যাপনের ছন্দ গোপন করেছে সুর; নিকষ আঁধার পথে
স্মৃতির অশ্রুভারে অপূর্ণের রেখা;  উছল চোখের জলে
আজো জাগে ভাঙা কুলে, পাগল হাওয়ায় পথ ভুলে।


উদয়ের ছবি যেদিন দেখেছিলাম; প্রথম প্রভাতে উঠে
মনের মৃগ ছুটেছিল অযুত সময় সকল বাঁধন টুটে
নির্জন সময়ে আনমনে ছুঁয়েছিল ফুলভার সুরভিত শাখা
হয়নি মনে ক্ষণিকের তরে, বকুলের তলে প্রথম দেখা ।


সোনারপুর।
০৪.০৮.২০১৯