আপন মনে গাইছে মাঝি উদাস মোহন সুরে  
গলুইয়ে বাঁধা দাঁড়ের পাটা, মাল্লা শক্তহাতে মারে
ভাদরের ভরা গাঙে পানির সাথে মাটিও যায় ভেসে  
কেউ কি জানে;  ভাসা মাটির সঠিক কোনো দিশে ।

নাজানি কার ভিটের মাটি; হয়ত কারো গোরস্থান
পানির সাথে মিলেমিশে গড়ছে নতুন কোনো স্থান    
কেউ জানেনা কোনটা কার; সব হয়েছে একাকার
জীবন চলে ভেসে ভেসে; কুলে কুলে হাহাকার।


আসা যাওয়ার ঠিকানাটা যদি থাকত কারো জানা
জীবন তবে কেমন হতো; তা ভাবনায় আসেনা  
হয়ত হতো সব সুন্দর!  অথবা উল্টো একেবারে  
আসত যেত ইচ্ছামত, ডাকত না কেউ মাঝিরে।        


সোনারপুর
৩১.০৫.২০১৯