জীবন বীণার চক্রতীর্থে তোমার আসা যাওয়া
বিষাদে আনন্দে নিঃশব্দ সঞ্চার; প্রাণের যত চাওয়া
কখনো ক্রুদ্ধ; কখনো স্নিগ্ধ, হৃদ মাঝারে রঙের আলপনা
জীবনের প্রতি ক্ষণে অপলক; তোমাকে দেখি নিত্য নবীনা।


দ্বাদশ কাব্যে ছড়িয়ে রেখেছ; বিরহ মিলনের অকথিত কত বাণী
আকাশে; বাতাসে; অরণ্যে; মরুতে; সমুদ্রে; শস্যের ভরা ক্ষেতে
পেয়ালা ছাপানো সুখে; দুঃখে; অনাদি সৃষ্টির অজ্ঞাত কত পথে
বুঝতে পারিনা সবটুকু তার; তবু মালাগাঁথি,  অজানারে জানি।


শুভে অশুভে; যুগ যুগান্তে; প্রচ্ছন্ন রেখে আপন কীর্তি, ভাবনা
গুপ্তসঞ্চারে জাগো গিরিশৃঙ্গে, জীবনের রঙ্গমঞ্চে, আঁকাবাঁকা পথে
আপন খেয়ালে জাগো সহস্র ফনা তুলে, দুর্বার মৃত্যুময় স্রোতে
কখনো দূরে সরিয়ে সকল ক্ষত, দেখি তোমারে মৌনী ; ধ্যাননিমগ্না।  

সোনারপুর
১১.০৫.২০১৯