জীবন,  শাখা প্রশাখায় বহমান এক নদীর মতন  
বয় সুজানে উজানে জোয়ার ভাটায় যখন যেমন  
কান্না হাসির রেখায় রেখায় তার হাজার স্মৃতির ঢল  
সুখের তল পেলেও খুঁজে, দুঃখ গুলো ভীষণ অতল
নোনা জলের ঘূর্ণিপাকে থমকে গিয়েও আশায় সচল
চোরাস্রোতে ভাঙলেও পাড়; হাসিতে ভালো থাকার ছল    
বাঁক পেরিয়ে চর এড়িয়ে মোহনায় মিশতে যখন চায়
নিয়তির হাতে বাঁধা পড়ে; বিবর্ণ সময় শুধু পিছু ধায়  
কালের নিয়মে স্তিমিত স্রোত, শুরু হয় ছন্দ পতন  
অনুভবের দীপিকারা হয় লুপ্ত, আঁধারে ঢাকে চেতন ।  


সোনারপুর
১৭/১১/২০