ছোট চোর, বড় চোর, মহা চোর;  বাড়লে ক্ষতি কি
করে খাওয়ায় দোষ নেই ! বলে মানুষ হেসে হেসে
কোপ খেলেই চেঁচামেচি ! কেউ বলে মেরেছে ভালবেসে  
সকাল হলেই ভাবনার ঝড়;  না বলা যায় কি কাউকে
হাসি দেখে মন মজে; মনে হয় শাঁখাআলু খাচ্ছে ভালুকে
সমাজে বাস করি; সেবায় ভাগিদারী, হিসেবটা বোঝা চাই  
মন্দ লাগে না ফাউ পেলে; সামনা সামনি গুণ গান গেয়ে যাই  
ফিসফাস শুনতে নেই, দিও না মনে ঠাঁই, ভেবে হবে কি
প্রার্থনায় জানাও মুক্তমনে, প্রভু আমার কী ?


দিন মাস বছর জুড়ে লুটপাট; কে কত বড় প্রতিযোগী
কারো কথায় বন্যা, কেউ বা বিশ্বাসী ভূমি ধসে
কারো চোখ ঢুলু ঢুলু, কেউ বাঁচে তোলার রসে
ভোটের বাদ্যি সব সত্যি ! কুলায় কি অল্প জ্ঞানে
দেখি, রাম ছাগল না কিস্তি ওয়ালা কে কথা শোনে
রাজনীতির বিকল্প রাজনীতি;  এটুকু বুঝে পাই শান্তি
ভরসায় আউড়াই সব তেনার ইচ্ছে, আমার কি ?


সোনারপুর
২৪/১/২১