অলস মস্তিস্কে দিন গুজরান, ভালোর ভাবনা আসে না  
সময়ের গাছে পাতার বাহার ফুলে ফলে ভরছে না  
কেউ দেখে না, কেউ জানে না, গাছটা ঠিক কি ভাবছে  
মাটির দয়ায় হয়ত এখনো তার,  ঠিকঠাক সব জুটছে।


সুস্থ সবল শরীর, কর্মক্ষম মন কোন কাজেই লাগছে না
নিত্য দিনের দয়া দাক্ষিণ্যের ভীষণ সে এক যন্ত্রনা
অনুভবের তন্ত্রী গুলো উত্তেজিত, তবুও পথের আঁধার সরছে না
আঁধারে চলার নেশায় হয়ত সে আর আলোর কথা ভাবছে না।


সোনারপুর
২/১১/২০১৯