কিছুই যখন নেই তোমার এস ভাই পথে নামি
পথই আবার পথ চেনাবে সে চেনা হবেই দামী
যে তোমার বিশ্বাসে হানছে আঘাত বারে বারে
এস ভাই বিনাশ করি মহা মিলনের ঘুর্নিঝড়ে ।  


ছলনার খেলায় ভুলে ভুলকরে, করেছ যারে নির্বাচন  
নয় সে কারো আপন, এস পাঠাই তারে নির্বাসন
এস ভাই বিভাজনের স্পর্ধা কে আজ আঘাত হানি    
ঐক্যের এক বাঁধনে সাগর পাহাড় এক জানি ।


মরছে মানুষ কাঁদছে মানুষ সামনে ঘোর অন্ধকার
শয়তানের অট্টহাসে দুলছে মাটি হচ্ছে জীবন জেরবার
প্রতিবাদ আর প্রতিরোধে ফিরুক বাঁচার অধিকার  
এ দেশ আমার, এ দেশ তোমার এই সত্য সবাই মানি।    


সোনারপুর
১৯.১২.২০১৯