পালা বদলের ইতিহাস নতুন নয়; বার বার সে ফিরে আসে
রূপ বদলায়, অভিঘাত বদলায় সময়ের সাথে
নিঃশব্দ পদ চারনায় অলক্ষ্যে থেকে খিল খিলিয়ে হাসে
সাম্রাজ্যবাদ; পুঁজিবাদ; সমাজতন্ত্র, আতঙ্কবাদ দখলেই পায় পরিণতি
এই সমাজ; মানুষ; স্বাক্ষী থেকেছে যুগ থেকে যুগে চলমান ইতিহাসে
লক্ষ্য একটাই; ক্ষমতা চাই,  অর্থে অনর্থে আমিই শেষ কথা ।


প্লেগ, যক্ষ্মা, কলেরা, ম্যালেরিয়া, সার্স  এখন করোনা
সবই যেন ছন্দে বাঁধা, পালা বদল হয় এই চরাচরে
মানুষ জেতে, মানুষ হারে, মনের ব্যথায় আকাশ ভরে
বদলের হানায় ক্ষত বিক্ষত তবুও  শোক ভুলে মানুষই দাঁড়ায় ঘুরে  
পথে ও মতে মেলে না কারো, সকলের এক মাটিতেই বাস
সময়ের ভ্রুকুটিতে  এক জায়গায় সব্বাই, এক দীর্ঘশ্বাস
তবুও কী মরার আগেই মরব ?  নতুন সমীকরণের কথা ভাব্বো না !  


মানুষ থাকবে, মানুষ হাসবে, নতুন সমাজে গড়বে স্বপ্নের ঘর
কোন দখলদার হয়নি চিরস্থায়ী, স্বপ্নের শামিয়ানা অবিনশ্বর।  


সোনারপুর
২১.০৪.২০২০