দেখতো চিনতে পারকি, দেখেছিলে বছর দশেক আগে
সেবার তোমার জন্য ফুল রেখেছিলাম, এখন অনন্ত সবুজ সাজে
তুমি যখন মনে মনে ভাবছিলে, আমিতো ছিলাম তোমার পাশে
তোমার ভাবনার রঙ শ্রাবণ ধোয়া সবুজ, পাতলা আঁচল মেঘে।


মনে আছে ! ঘুম ঘোরে বলেছিলে, আসবে অনাবৃত ভাঁজ বেয়ে
নিঃশব্দ নৈসর্গিক ছায়াঘেরা পথে লাজবতীর খুশবু চেয়ে চেয়ে  
ক্লান্তির মেঘ সরিয়ে এসেছি তোমার পাশে, শ্রাবণ ধারায় নেয়ে
দেখতো চিনতে পারকি, আছি প্রতিবাঁকে, প্রায় তোমাকে ছুঁয়ে।


দেখছি তুমি আত্মহারা, চির কিশোর চোখে, যাচ্ছ চুড়োয় চুড়োয় ধেয়ে          
দীর্ঘ পথের কষ্ট ভুলে, গুণ গুনিয়ে গান ধরেছ একটু কাছে পেয়ে
সবুজ ছুঁয়ে চলার পথে, জলকুঁড়ি প্রেম দিচ্ছে উঁকি মনের মোহনায়
বাইছ তরী আপন মনে সবুজ স্রোতে, চিনতে কি পারছ আমায়।  


কালকা-সিমলার ছোট ট্রেনে।
০৩/০৮/২০১৮