বলছি সবাই বাড়ছে দূষণ জলে স্থলে অন্তরীক্ষে
বুঝি কি  ঠিক কতটা সজাগ হলেম কম দূষণের পক্ষে।    


ঢাকছি মাটি আস্তরণে বন্ধ করে জল শোষণের পথ  
মটির গর্ভে জলের আকাল, আসছে ধেয়ে আর্সেনিকের রথ  
তুলছে মাথা অট্টালিকা ভরাট হয়ে কৃষি জমি পুকুর ডোবা খাল
ভেবেছি কি একটি বার ও, পানির জন্যে কি হবে মানুষের হাল ?


ইচ্ছে মতন কাটছি গাছ, ধংস করে অক্সিজেনের ভান্ডার
চাইলেও পরে আর পাবোনা, হচ্ছি নিজেই নিজের হান্টার  
সবুজ পাতা বিনি পয়সার পাহারাদার, আগলে রাখে প্রাণ
বে-হিসাবি লাভ ওঠাতে নির্বিচারে পাহারাদারের নিচ্ছি জান    
বাড়ছে ধুলোর কণা, কার্বন গ্যাস, সূর্য রশ্মির কু-প্রভাব  
বাড়ছে তাপ কমছে পানি, বুঝি না এতেও সবুজের অভাব !  


উঠছে তাপ আকাশ পানে ছিন্ন হচ্ছে ওজোন বলয়
পৃথিবী জুড়েই ধংসের মেঘ নিচ্ছে কেড়ে শান্তির আলয়
বদলে যাচ্ছে প্রাণের চিত্র,  হচ্ছে বদল চিরচেনা আবহাওয়ায়
কোথাও যখন পুড়ছে তাপে, অন্যখানে মহাপ্রলয় অঝোর ধারায় ।  


এসব দেখেও নিরুত্তাপে হাসছি সবাই কোন ভাবনার অক্ষে
বুঝেছি কি  ঠিক কতটা হলেম সজাগ কম দূষণের পক্ষে !    


সোনারপুর
৭/১০/২০২২