এ কেমন চাওয়া তোমার
পাপড়ি ছিঁড়ে আমায় তুমি আদর কর
ব্যথায় ব্যথায় জালিয়ে আগুন
বুকের মাঝে জড়িয়ে ধর।।


এ কেমন চাওয়া তোমার
উষ্ণতা চাইলে এ মন
পদে পদে শুধুই বারণ
না বুঝেই দু চোখ ভরে
অভিমানে ঝরাও শ্রাবন।।


এ কেমন চাওয়া তোমার
হেমন্তের হিমে ভিজে যখন এমন একটু হাসে
দু হাতেই ঢাক ও চোখ
যেন তোমার কি যায় আসে
এ মনের রঙে রঙে
আকাশের কোণে কোণে
ছাপিয়ে গেলে রংয়ের মেলা
আঁচলে ওমুখ ঢেকে কাটিয়ে দাওগো বেলা।।


এ কেমন চাওয়া তোমার
বুঝিনা কোন ভাবেই
না খেলে কাঁটার আঁচর প্রেম কি হবে বৃথাই
বৈশাখী বাতাস মেখে সাগর কি আর শান্ত থাকে
ভালবাসার এ কোন মানে বলনা কানে কানে
স্বরলিপি বুঝে নিয়ে এ হৃদয় একটু জুড়াই।।