সুখ স্বপনের ছায়া তলে বসি
ভাগ্যের দেবতা হাসিছে প্রচ্ছন্ন হাসি
জুটে যায় খাবার যাই চাও ততো বার
আকাশ মাতায় প্রেমের ঘুড়ি কড়া মাঞ্জায়  
স্বপনের সবটাই জিত -নেই হার।।


তরল সূর্য জানালায় এসে নাড়ে কড়া
লেপের তলায় এখনো গভীর রাত্রি
স্বপনের পাখায় আলোক গতি
দূরে সরে যায় ক্লান্তির ওঠা পড়া ।।


মোবাইল  চিৎকারে প্রাণ ওঠে ডাকি
থামাইতে বাছারে নাহি দিই ফাঁকি
ভরসার আলিঙ্গনে ধরি কানে চাপি
শুনি সব কথা চুমা দিয়ে তারে রাখি।।


বৃদ্ধ পিতা গিয়াছেন বাজার
হিসাবে এখনো ছোটই, মা বলেন বার বার
আমারো সেই মত, নেই কোন দায়ভার
কিছুই নাই, হাসে স্বপন ছায়া - ভাব নির্বিকার ।।