মুখোশ  আর  মহাখোশ
প্রচার চালাও - এতো জনরোষ, জনরোষ
মৃ্তদেহ হাসে - অবরোধ প্রতিবাদে
কাঁচ ঢাকা গাড়ি - ফুলে ফুলে ছড়া-ছড়ি
এ বলে আমার - ও বলে আমার, চলে কাড়াকাড়ি
শকুনের দল - লাফিয়ে নামে, মুখোশে হা-হুতাস
হিসাব কষে যায় - লাভ হল কত, শুনে যায় বোবা বাতাস
যা খুশি বোলে দাও - বেশী দিন মানুষ মনে রাখে না
সব ভুলে যাবে - হুমকি অথবা টাকার লোভে
মোক্ষম দাওয়াই - কেউই  এড়িয়ে যেতে পারেনা।।


দু-চারটে কাঁটা - ছুড়ে ফেলা ভুল নয়
শীতল চোখে একবার তাকাও - বুঝবে জগৎ কর্মময়
মিথ্যার-দক্ষতা যদি থাকে - নিশ্চই জীবনে অনেক পাবে
হাতে গোনা মানুষ, অনেক কিছুই ভাববে- বোলবে
কি যায় আসে - সাদা পোষাক কালো রঙ ঢেকে দেবে
ভাগ্যের দরজা- সোজা সে রাস্তা - লেগে থাক পেয়ে যাবে।।


লজ্জার কি আছে - সামনেই রাস্তা - বুঝে দেখ কোথা যাবে
আদর্শ-জ্ঞান - নীতি - থাকনা গুটি কয়ের জন্য
ওরা- খাবে-দাবে - স্টুডিওয় বসে গান গাবে
সুযোগের করে যাও ব্যবহার - সবাই ঘুমাবে
চাচা - আপন  প্রাণ বাঁচা - আচরণে -ইঙ্গিতে বুঝিয়ে দেবে
দুহাত জুড়ে - হাসির মুখোশে, কেমন আছেন- শুধিয়ে যাবে।।