ভালোবাসি, এই কথাটি সহজ কিগো বলা
এক চিলতে মেঘ কি পারে দিতে শ্রাবন বেলা
নদী কি ভাঙ্গে দুকুল ভর জোয়ারের দামাল স্রোতে
না জেনেই স্বপ্নমুছে ভাটার টানে ফেরা একই পথে  ।।


ছোট ছোট ভাবনা গুলো একা একাই জাগে
হাজার আলোক বর্ষ দূরের ক্ষীন  ছায়া পথে
আকাশের গভীরতায় নীল, যখন নিকষ কালো
ভীষন দহনে পুড়ে যাওয়া মনে আগুন দেয় কি আলো।।


চোখের আড়ালে ভেঙ্গে যাওয়া ফ্রেমে ঝাপসা ছবির দোলা
সহজ স্বপনের হাটে ভালোবাসা, নিদারুন সে এক খেলা
স্মরনের চাঁপার বনে নানান কথার মেলা
ঝরে যায় পথের ধূলোয়, বিষাদে ভরে গোধুলি বেলা ।।