ক্ষেমা দে মা, তোর  রক্ষী থেকে
চাইনে বিচার, আইনের অধিকার
সব তো গেছে শয়তানের খোঁয়াড়ে
ঘাড় মটকে খাচ্ছে রক্ত, যমের পুজো হবে এবার।।


তিন-থেকে-বাহাত্তর  নেই কোন সদুত্তর
শকুনের জাত - তীক্ষ্ণ ঠোঁটে হাহাকার
মিথ্যা নিলামে উঠছে আওয়াজ, গুরুভার- গুরুভার
সত্য এখন ঘাটের মড়া,  বোঁদে-লুচি চমৎকার।।


রংরুটে রং ধরছে বাজী, হাতে-পায়ে সব্যসাচী
মাঠ পেরুতে আর কতক্ষন, হাতেই যখন আছেন কাজী
বোল্লে কথা দোষের হবে, কে কত গুছিয়ে নেবে
তুষের আগুন ছাই ছাপা, আমার হবি যাবই ভেবে।।


যে যা ভাবুক, চুলোয় যাক, ঠুলিই এখন ভরসা হোক
জ্বর জালা - বা ক্যান্সার, চোলছে দাওয়াই টেস্ট- মোক
এক ওষুধেই সারবে সব,  হোকনা  যতই  ক ল র ব
আক্রান্ত আর পাগলা কাকা, এলো মেলোই ভাবছে সব।