তরলিত জ্ঞান ক্ষমতার মান
হে সুধীজন, তোমারে করেছে মহীয়ান
কাল নহে, ক্ষমতার চাকা দ্রুত ছোটে
আপন চিন্তনের অমানবিক জালানির বৈভবে
বুভুক্ষের পাঁজরের হাড়ে বাঁধানো রাস্তায় নির্বিবাদে।।


হে সুধীজন, তোমার কপট হাসি, সেতো জ্ঞানেরি রাশি
কিভাবে বুঝিবে বল, ক্ষুধার্ত-নিরক্ষর,  প্রতিবেশী- দেশবাসী
দানিয়া অন্ধকার, পেটে মারো লাথি, সেওতো জ্ঞানী্র অধিকার
ওরা জানেনা, ক্ষমা করে দিও গুম করে লাশ, হকের কারবার
কেড়ে নিও, যুবতী কন্যা, মাতা, স্ত্রী, যখন যাহাতে রুচি বা দরকার।।


ওরা, মতদানে তোমায় করেছে মহত, বলীয়ান, এটুকুতো চাই-ই
না, ওরা জানেনা, মুর্খ দেশবাসী, ভুল ধরে সুধীজনের, কি স্পর্ধাই
জোরে জোরে বোল্লে আরো বেশী পাবে, প্রয়োজনে  ব্যবস্থা আড়ং ধোলাই
বারুদ, নল, কল, সবই তোমার নাগালে, ভয় নাই ভয় নাই
ওরা শিক্ষা ধুয়ে খাক, দীক্ষা গায়ে মাখুক, লক্ষ রাখছে জগাই
ঠিক আছে সব, মোমের আলোয় পথ দেখলেও, সুধীজনে হিতায়েচ প্রাণ সব্বাই ।।