ভুর্জপত্র  নহে এযে, কম্পুটারে কবিতার পাতা
ভিজে পুড়ে ক্ষয় নাই
আছে দূর সার্ভারে গাঁথা।।


শুন শুন গুনীজন, শুন দিয়া মন
অভাগা বিলাইছে মহারাজার ধণ


ধর্ষন মহান কর্ম, জনসেবাই  ব্রত
পরপারে যাবার আগে সেরে ফেল
আছে সুযোগ যত।।


উদ্যমে হইলে উদোম, দোষ নাই তাতে
দু-দিনের মর্তে আসা, থাক মৌতাতে।।


বাছ বিচারে নাহি হয় কর্মফল ভালো
সকল তন্ত্রের প্রাপ্তি একই
হলেও সাদা- কালো।।


গরীবের অন্ন মারা, দেশের অর্থ পাচার
নেতা-নেত্রী, আমলা-গুরু, ধনবানের অধিকার ।।


প্রশাসন - দুর্যোধন - গনতন্ত্র - আইন
আছে সবই শয়তান আর শক্তিমানের
জনগন ক্ষুধা চেপে, বল সবে, আমিন আমিন।।