সবুজ পাতার ভিড়ে বৃ্ষ্টি ভেজা লাজে
সুরভিত বাতাসে তোমাকে পেলাম
খোলা জানালায় মুগ্ধ দৃ্ষ্টি মেলে
তোমাকে, শুধু তোমাকেই খুঁজে গেলাম।।


প্রথম বর্ষা মেখে কনক আঁচল মেলে
যেন অস্টাদশী কোন রুপসী এলে  
সবুজ পাতারা রক্ষী বেশে আগলে রাখে
ও কনক যেন সূর্যের আলো না মাখে।।


রাতের গভীরে নির্মল জোৎস্নার সোহাগে
হাসির বন্যায় ভাসতে দেখেছিগো তোমাকে
ধরতে চেয়েছি দুহাতে তোমায় একান্তে
ছুটে গেছি খোলা জানালায় তোমাকেই জানতে।।


মুগ্ধ আবেশে বারে বারে তুমি এসেছ  
রাতের স্নিগ্ধতায় দুরন্ত প্রেম নিয়ে ভেসেছ
বৃষ্টি ধোয়া রাতে বার বার এস চুপি চুপি
শুধু তোমার আশায় আজো রাত জাগি।।