ভাল্লাগেনা, পুবের আকাশ হোচ্ছে সাদা
ভাবছে মানুষ পুরবে আশা
শান্তি সে এক আসছে খাসা
টেলিস্কোপে রেখে চোখ
দেখছে সবাই, রক্ত চুসে খাচ্ছে জোঁক।।


ভাল্লাগেনা, বিজ্ঞাপনের কায়দা কানুন
চোখে চোখে জাগছে ফাগুন
বোকার মতই দেখছি শুধু
মশা  মাখছে  গোলাপ মধু
ঘাস চিবিয়ে পাটায় ঘুরে লাইফ ঘুন
শিরায় শিরায় উত্তেজনা তুষের আগুন ।।


ভাল্লাগেনা, তাবিজ  কবচ  প্যাঁচের খেল
শনি, কালী, ফেরেস্তা, ফকির, সবাই দেখি মারছে ফেল
লঙ্কা-লেবু ঝুলিয়ে বুকে নজর বেড়া সব খানেতে
বেঁধে সুতো মানত গাছে ধরছে না ফল এই মনেতে
গুরুজী!  শুনেছি তিনি গিয়েছেন শ্বশুর বাড়ি
সবাই এখন মারছে মাল, আমি কেবল খাচ্ছি মুড়ি।।


ফানুস চেপেই বেশতো ছিলাম আনায় কানায় দেখে
বিনি পয়সায় বাসি লুচি,  মেতে ওঠা বোঁদের রসে  
তৈরী খাবার - নামলে নিচেই  পেট ভরতি
খো খো ছেড়ে খেলছি প্যাঁচ, উল্টো চালে জুডো
নূতন চাঁদেই করব  এবার যম দেবতার পুজো।।