( পাঁচালি-৫ হারিয়ে গেছে,  পাওয়া গেলে  আবার প্রকাশিত হবে)


লোভের সাগর পাড়ে নাহি হীনমন্যতা
দীন হয়ে রবে সবে
থাকিলে মানবতা


ধন যার সব তার, সর্বলোকে মানে
নির্ধনের মান কিসের, কেউ রাখেনা মনে।।


সততার খই ফোটে  দেখি কত মুখে
না পেলে কপালের দোষ
দিন কাটে আক্ষেপে


নানা বর্ণে শোভিত কন্ঠে নানান মালা
মুখে যপে ঈস্টনাম, তবু মেটে কই জ্বালা।।


পোশাক বদল হয়, সাধু উপদেশ
আড়ে নদী বিশ ক্রোশ
নাহি যেন শেষ


ভ্রমিয়া জীবন পথ, মোক্ষ নাহি মেলে
খেরোর খাতায় হিসাব, কি আসিলাম ফেলে।।


যুদ্ধ শেষের কালে - লোভ হেসে কয়
জমা রেখে যাও খাতা
এ তোমার নয়


গরমিল রেওয়ামিলে, বিসমিল্লায় গলদ
মাটিতে মিশিলে তবেই, যাবে গো পারদ।।