প্রধান লক্ষ্য ক্ষমতা, এ নিয়ে নেই দ্বন্দ
দেশের সেবক সাজছে সবাই
পেশাটা নয় মন্দ


মিথ্যা কে মিথ বানানো নয়তো সহজ সাধ্য
জনগন ভেবেই আকুল,  কে কোন খানে দক্ষ।।


খামচা-খামচি, নাচা-নাচি, থামার লক্ষণ নাই
চুলায় দিয়ে কাজ-কর্ম, পড়াশুনা
কটাদিন লেগে থাকনা ভাই


মাঠে ঘাটে মহামেলা, নাগর দোলা, চলে মোরগ লড়াই
চোরা শোনায় ধর্মের কথা, জনগন শোনরে সবাই।।


ভালো কথা, ভালোবাসা, নূতন কিছুই নয়
কাজ ফুরালে কমবে আদর
জানিবে সব সময়


টাকার বীজে ভরসা রাখ, খাবেনা পোকায়
পিঠের উপর শূণ্য নিয়ে বাড়িবে নিশ্চয়।।


সুযোগ বুঝে লাগাও চারা, ফল দেবে পাঁচ বছর
নলের ডগায় রাখলে মাথা
কেউ দেবেনা নজর


ধর্মের আফিম জীবন দায়ী,  করবেনা কেউ আড়ি
গরীব মানুষ ভীষণ ভালো, রহিমেই করবে রহম, বাকি হরি হরি ।।


( হারিয়ে ফেলে ছিলাম ২৮।০৩।১৫ তে, খোঁজা খুঁজি, গতকাল
পেয়েছি,  আজ আপনাদের সামনে হাজির করালাম )