বছর শেষের বেলা নানান রঙের খেলা
উড়িয়ে কেতন রাশি রাশি বনোফুলের মেলা
তপ্ত রবি আঁকছে ছবি নূতন পাতায় পাতায়
দোল লেগেছে বনে বনে পুরানো সব শাখায়।।


উচ্ছে ফুলের মিহি সুবাস বহে মাঠে মাঠে
ফিরোজিয়া ঝিঙে ফুলে দখিন বাতাস নাচে
সূর্যমুখি হাসছে দেখ পাপড়ি তাহার মেলে
তরল সোনা যায় যে ছুঁয়ে অমর প্রেমের ছলে।।


নীল আকাশের বুকে, নূতন স্বপন জাগে
আশার অলি মন সঁপেছে সদ্য বাঁধা চাকে
নূতন পোশাক, বর্ষ বরন, নানা পদের খাবার  
দূঃখ্য ভোলার এই তো সুযোগ বছর পরে আবার ।।


দেব দেবী আর ফকির নবী,  সব বাঙালির  মনে
ফুলে- ফলে- কর জোড়ে শ্রদ্ধা জানায় এমন শুভ দিনে
সাত সকালে সবার আগে হাজির দরগায়-মন্দিরে
সবাই যেন থাকেন ভালো সারা বছর ধরে।।


কালবোশেখের ডানায় ভাসে, কালো মেঘের স্তর  
উড়িয়ে ধুলো ভুবন জুড়ে ছুটছে নিরন্তর
বাঁচবে জীবন প্রতি ফোঁটায়, ভীষণ রকম দহন
১লা এসো প্রতি বছর,  রইল নিমন্ত্রন ।।


( সুধী এডমিন, কবি বন্ধু, পাঠক বন্ধু, সমস্ত মানুষ যাঁরা বাংলা ভাষা এবং বাংলার সাথে কোন না কোন ভাবে যুক্ত  তাঁদের সব্বাই কে শুভ
বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। অনেক অনেক ভালো থাকবেন
সব্বাই, শুভ হয়ে উঠূক সকলের আগামী প্রতিটি দিন।)