বোকা বাক্স দেখায় কত  হরেক রকম খবর
কাপড় জামায় ধোপ দুরস্ত
ঠান্ডা ঘরে, চোখে মুখে উদয়-অস্ত
কেওড়া কথার ককটেলেতে গুনী সে এক মস্ত
বানিয়ে বোকা জনগনে, দিচ্ছে গনতন্ত্রের কবর।।  


গনতন্ত্রের আসল মজায়, ভাবে বিভোর
ভারী ভারী জ্ঞানের তোড়ে
ভাসছেন নব্য বিদ্যাসাগর
যে যার মত গলার জোরে যায় ছাপিয়ে অন্যকে
চ্যানেল গুলো ব্যবসা বাড়ায়, বলছে নাকি নিন্দুকে।।


কাজের কথা নেই তো কোন, সবাই তর্করত্ন
কষ্ট মনে, নস্ট সময় দিনে রাতে
দরদী ওরা,  বাকিরা সব নগন্য
লাঠারি পাবার এই ধাপেতে বাড়ছে ভীড় ক্রমশ
গালি খেলেও, বুক পকেটে লক্ষ রেখে, মনে জাগে হর্ষ।।  


কেউ বা মনসার, কেউ বা শিবের, কেউ বা যমের,
প্রসাদ বিলায় হাজার কথায় খুশির খেলায়
সঞ্চালকের  চুক্তি-যুক্তি নানান কায়দায়
জনগন ভাবছে বসে, জলের উপর পানী না পানীর উপর জল
বুদ্ধিমানে বলে শেষে, ক্ষেমাদে, সবেতেই চলছে গ্যাঁড়াকল।।