ভাব নগরে ভাবনা আছে নেইতো সমাধান
লিখছি কতই দেওয়াল ভরে
মনের ঘর উজাড় করে
কেউ বা ঘরে কেউ বা ছাদে
কেউ বা জলে, অন্তরীক্ষ্যে
বিচরন করছি সবাই, বিরহ বা অনুরাগে
ভাব নগরের শাষন মেনে, নেই তো অপমান।।


প্রেমের পাখি আকাশ জুড়ে, সকাল থেকে রাত দুপুরে
নানা সুরে মাতিয়ে আকাশ বুনছে বাসা কথায় কথায়
বাশের খুঁটি খড়ের চালায়, ঠান্ডা ঘরে অট্টালিকায়
সমাজ বিধি, রাজনীতি, শিক্ষা-দীক্ষা, বিষয়-আশয়,
দিচ্ছে পাড়ি তেপান্তরে - কড়া মাঞ্জার ঘুড়ির কলে
সবুজ ঘাসে পা ডুবিয়ে, মরু ঝড়ে পথ হারিয়ে
তবু হয়না ঠাহর চামড়ার চোখে, বিরহ যে কার কপালে।।


দেওয়ালের থাকলে প্রাণ, হয়ত হতো সন্দিহান
পেয়াদা দিয়ে কব্জা করে,  দিত রোগের আসল নিদান
জজ-ব্যারিস্টার, রাজা-উজির, গরীব ব্রাহ্মন - আসল ফকির
একই নৌকায় দিচ্ছে পাড়ি - এ এক মজার কারিগুরি
জীবন বাঁচে একই দানায় - একই পানী তেস্টা মেটায়
অবিশ্বাসের খনির মালিক  - খোঁজে তবু রত্ন-মানিক
এই মাটিরই রসে-বসে - করেন দোয়া মেহেরবান।।