সবের অলক্ষে থাকি দেখিছ দিবা নিশি
পালিছ ভুবন আপন ইচ্ছায় স্মিত হাসি
তবু কেন বার বার কর এ হেন শাসন
ভুলে থাকা বাছাদের করিতে নিধন।।


হে মহাকাল, হে অনন্ত,  হে দুনিয়াদার
কেন কর আপন সৃষ্টি সবে ছারখার
বুঝিনা অভিপ্রায়, তোমারি সৃ্স্ট অর্বাচীন নর  
প্রার্থনা করি, তব রূপ হোক শান্ত, চির উর্বর।।


হে মহাপ্রাণ, সংবরন কর তব রোষানল
দুঃখে - সুখে স্মরিয়া তোমারে কাটাইতে দাও কাল
যন্ত্রনা কাতর সৃস্টির শুনিয়া আর্ত চিৎকার
টলেনা কি তব পাষান হৃদয়, তব সৃ্ষ্টি তরে একবার।।


ক্ষমার মাহাত্ব গুনে জাগ্রত হে চির অবিনশ্বর
বল কেন ধরিয়াছ প্রলয়ের বেশ,
কেন দিতেছ জীবেরে কাতর ক্লেশ
যে আসিয়াছে তোমা হতে এ ধরা পর।।


সহিষ্ণু গুনের উন্মেষে জাগাও সৃ্ষ্টি সাধ
কেন পাও কষ্ট, ক্ষমা করে দাও সব অপরাধ
বিষাদ মুক্ত হোক মন, সুন্দর কর প্রতি জীবন
হে মহান, হে রক্ষা কর্তা অপরাধ ক্ষম, সুন্দর হোক মরণ।।  


(প্রাকৃ্তিক দুর্যোগে মৃ্ত, আহত, জীবিত  সমগ্র নেপাল বাসীর
স্মরনে  শ্রদ্ধার্ঘ, এখন পর্যন্ত ৩৭২৫ মৃত, ১০০০০ আহত  )