ভাবের ঘরে পুকুর চুরি, মনোভাব স্বৈরাচারী
শ্রমিকের রক্ত-ঘামে, ঘন্টা আটের শ্রমের নামে
কলারে মাখিয়ে আতর দেখান নেতা দেখন দারি
ঘামে ভেজা টাকায় টাকায়  নেতা নেন মাসকাবারি।।


ইতিহাস আধা ঘেঁটে, ভারি গলায় খোশ মেজাজে
আকাশ-বাতাস মাতান তিনি, বিজ্ঞ কথার কর্মযোগে
শ্রম বিক্রির হাটে-বাটে,  বাজার এখন মন্দ বড়  
পুঁজির সাথে চুক্তি আছে - শ্রমের সময় ঘণ্টা বারো।।


গাই-গোয়ালায় বেজায় ভাব, মরলে শ্রমিক অনেক লাভ
নূতন শ্রমের প্রবেশ পথে নজরানা আসে সহজ ভাবে
নেতা-মন্ত্রী ঠিকাদার, পুঁজি-পতির পাহারাদার
মঞ্ছে জ্বলে হাজার বাতি - শ্রমিক জীবন অন্ধকার।।


ঠ্যাঙার মাথায় উড়িয়ে নিশান - শোনান নেতা শ্রমের বিধান
রক্তের এখন - হাজার রঙ - শ্রমিকে সাজিয়ে সঙ
নেতা/মন্ত্রী রাজার জামাই - দু হাতে তাদের চলছে কামাই
সত্যি কথায় ভীষণ গোঁসা - পুঁজি পতির  খালাতো ভাই ।।


গরম হলে রক্ত- গানে, মুঠি ছুঁড়ে উপর পানে,আওয়াজ তোলে সব্বাই
কার বিরোধে, কেই বা জানে,  জানেন নেতা সবটাই
গন্যি-মান্যি, দামী পোশাক - উপবিস্ঠ নানান মুডে
ছবি তুলে, বাইট দিয়ে- চলছে খেলা শ্রমিকের রক্ত শুষে।।