এস ভাই উল্টে বলি, সময় মেনেই উল্টো চলি
অন্ধকারে ঠিক খুঁজে নিই, জীবন পথের কানা গলি
এস ভাই উল্টো চলি, সত্যটাকে লুকিয়ে ফেলি।।


কালের চাকা ঘুরিয়ে দিয়ে, রাস্তাটাকে ব্যাঁকা করি
সময়ের অঙ্গীকারে, বোধের নেশায় ডুবে মরি
লোভের চাকায় আশা চাপে, ইচ্ছেরা হাওয়া গাড়ি
চোখের তারায় তৃষ্ণা বাড়ে, মনটা শুধুই করে আড়ি  ।।


আটপৌরে জীবন চালায়, দৃশ্য গুলো বড়ই তাতায়
অদৃশ্য সুতোর টানে, রঙের খেলা সাদা পাতায়
আশা পরাগ নিয়ে বাতাস, ঘুম কেড়েছে চোখের
শতছিন্ন নামাবলি, হয়কি কোন মাপের।।

হাড়ের মালা পরে গলায়, তুলসী সৌরভ পাই
মুদে নয়ন মনে মনেই, শয়তানি গান গাই
পথের কাঁটা সরিয়ে দিয়ে, শয্যা সাজাই মালায়
কারো ভাল দেখলে কি ভাই,  মন টা থাকে মজায় ।।


এস ভাই উল্টো চলি, সত্যটাকে লুকিয়ে ফেলি
দেবে জমা সাদা পাতা! থাকতে হাতের রং-তুলি।।