ভীষন দহন, জ্বলছে জীবন, জল্লাদ বিলাইছে বিকিরন
স্বস্তির খোঁজে সু-নিবিড় ছায়া, বড়  প্রয়োজন
ওজনের স্তর হয়েছে ছিন্ন, বিজ্ঞান বলে বার বার
বিষ গ্যাসে উত্তাপ বাড়ে, বনরাজি হয়েছে লোভের শিকার।।


মাটির সভ্যতা হয়েছে উন্নত, ইট কাঠ পাথরে ঘেরা জীবন
সমতার কথা ভুলে, সুখের স্বর্গ খুঁজে,  সবুজ হয়েছে নিধন
মরে গেছে নদী, মেরেছি বিল,  উন্নতির পথ  খুঁজে
ভাবিনি, আঘাত আসছে সম্মুখে নানা বেশে।।


জলদের আশায়, ব্যাঙের বিয়ে, আরো নানান উপচার
নিজেদের ভুলে, দ্বারস্থ দেবের, করছি  হাহাকার
ইতিহাস বলে, হাজার ভুলে অতীতে ও ঘটেছে বিপর্যয়
লোভের আকাশ দিগন্ত ছুঁয়ে যায়, ভাবে নিজে নির্দায়।।


মূল্য চোকাতে হবে দিনে দিনে,  ছাড় নেই, ছাড় নেই
যতই ভাব নিজেকে শক্তিমান, শেষ আস্থা কেন তবে প্রকৃতিতেই
এক পশলা বৃস্টি কি, কিনতে পার রজত মুদ্রায় !
পারকি  নামাতে পারদ,  কাঁচের নলে, হয়ে মহিমা ময় ।।


বড়াই তোমার ধুলায়  মেশে, নিতান্ত নিরিহ ঝটকায়
ত্রাহী ত্রাহী রবে, মহা আক্রোশে, যদি আসে সে চরম অসহিষ্ণুতায়  
একবার ভাবো, কৃত কর্ম দেখ, জাগাও শান্তির স্বত্তা
আঙিনায় ঘুরে যায় যম, এ কথা রেখ মনে, থাকলেও ক্ষমতা।।