ভালোথেক, সুখেথেক, ভুলে শেষের কথা
মন খারাপের সুর গুলো বাজিয়োনা,  দেবে শুধুই ব্যাথা
কনক চাঁপায় ভরিয়ে খোপা, দুল দুলিও মল্লিকায়
ভরে উঠো সফল সুখের, নিবিড় সাধন ঊষ্ণতায়।।  


খুশী থেক, মন ভরানো সুজান স্রোতের টানে
ভুলে যেও, কাব্য কথার ঋক্ত বেদন মানে
যন্ত্রনাকে পাশ কাটিয়ে, নিদ্রা যেও সুখে
জোৎস্না যেন পড়ে ঝরে, তোমার চোখে-মুখে।।


ভালোথেক, গোলাপ রাঙা, ওষ্ঠে হাসি নিয়ে
শিশির ছোঁয়ায়, পাপড়ি গুলো, উঠুক সতেজ হয়ে
প্রাণের কুহু, সুরে সুরে উঠুক গেয়ে গান
নূতন আলোয় ভরিয়ে নিও, আশার বাতিদান।।


দখিন বাতাস জাগবে যখন, সবুজ পাতা মেলে
ভিজিয়ে নিও, অঙ্গ তোমার বাসন্তিকা জলে
ধুলায় ভরা, জীবন পাতার ভার করে লঘু
দেখব তাকে নীহারিকায়, ভালোথেক শুধু।।